উদ্ভিদ দেহে উদ্দীপনায় ছাড়া প্রদানের একটি ধরন হলো চলন ( movement ) । অতিকয় নিম্ন শ্রেণীর উদ্ভিদ ( ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম প্রভৃতি ) ছাড়া বেশিরভাগ উদ্ভিদের কোন গমন অঙ্গ থাকে না । মাটির সঙ্গে সংলগ্ন থাকে বলে উদ্ভিদের গমন সম্ভব হয় না । কিন্তু জৈবিক প্রয়োজনে উদ্দীপকের উপস্থিতি অথবা অনুপস্থিতিতে নির্দিষ্ট স্থানে সংলগ্ন থেকে অভ্যন্তরীণ ভাবে অঙ্গ সঞ্চালনে সক্ষম হয় । এই সঞ্চালন কে বক্রতা জনিত সঞ্চালন বা বক্র সঞ্চালন ( movement of curvature ) বলে ।